জন এফ কেনেডির নাম বাদ! এবার মেলানিয়া ট্রাম্পের নামে হবে আমেরিকার অপেরা হাউস? সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে নয়া রাজনৈতিক দ্বন্দ্ব!

কেনেডি অপেরা হাউসের নাম বদলে মেলানিয়া ট্রাম্প ওপেরা হাউস হতে চলেছে বলে রিপাবলিকানদের থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
trump and melania

নিজস্ব সংবাদদাতা: মার্কিন সাংস্কৃতিক অঙ্গনে ট্রাম্প পরিবারের ছাপ আরও একধাপ গাঢ় করতে চলেছে। সদ্য এক বিতর্কিত প্রস্তাবে, ওয়াশিংটনের ঐতিহ্যবাহী জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এর অন্তর্গত অপেরা হাউসটির নাম পরিবর্তন করে রাখা হতে পারে ‘ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অপেরা হাউস’। প্রস্তাবটি পেশ করেছেন আইডাহো রাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক সিম্পসন।

মঙ্গলবার ২০২৬ সালের বাজেট বিষয়ক এক শুনানিতে মার্কিন হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি এই নাম পরিবর্তনের প্রস্তাবকে এগিয়ে নিয়ে যায়। উল্লেখ্য, এই অপেরা হাউসটি ২,৩৬৪ আসনের বিশাল একটি ভেন্যু, যেখানে বহু ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

kenedy opera house

মাইক সিম্পসন প্রস্তাবনার পক্ষে যুক্তি দেন যে, “মেলানিয়া ট্রাম্প শিল্প ও সংস্কৃতির উন্নয়নে অব্যাহত সমর্থন ও আগ্রহ দেখিয়েছেন, এবং তাঁর সেই অবদানের স্বীকৃতি দেওয়া এভাবেই উপযুক্ত।” তবে, ডেমোক্র্যাট সদস্যরা এই প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছেন। অনেকেই একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জন এফ কেনেডির ঐতিহ্যের প্রতি অসম্মান হিসেবে দেখছেন।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে—একদিকে ট্রাম্প সমর্থকরা এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন, অন্যদিকে বিরোধীরা একে ইতিহাস মুছে ফেলার চেষ্টা বলেই মনে করছেন।