নিজস্ব সংবাদদাতা: ভারতীয় শুল্ক নীতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি দাবি করেছিলেন, ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে মোদী সরকার স্পষ্ট জানিয়েছে, আলোচনা চলছে, তবে ওয়াশিংটনকে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এরই মধ্যে মঙ্গলবার, এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ফের ভারতের শুল্ক নিয়ে তোপ দাগেন।
ক্যারোলিন লিভিট বলেন, "ভারত মার্কিন মদের ওপর ১৫০% শুল্ক ধার্য করে, যার ফলে কেন্টাকির বোরবন হুইস্কি রফতানি কঠিন হয়ে পড়ে। এছাড়া, মার্কিন কৃষিপণ্যের ওপরও ভারত ১০০% শুল্ক আরোপ করে।"
ট্রাম্প প্রশাসনের সময় থেকেই ভারতীয় শুল্ক নীতি নিয়ে কটাক্ষ করে আসছেন তিনি। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল যখন মার্কিন সফরে, তখনই নতুন করে এই ইস্যুতে সরব হয় ওয়াশিংটন। তিনি সেখানে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছিলেন। ভারত যদিও সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক ১৫০% থেকে কমিয়ে ১০০% করেছে। গত ১৩ ফেব্রুয়ারি এই নির্দেশিকা জারি হয়। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম ভারতে কমতে পারে।
/anm-bengali/media/media_files/2025/03/12/jxyLe3Fcd60w7Blh1X6M.JPG)
এর আগে, এবারের বাজেটে মার্কিন মোটরসাইকেল ব্র্যান্ড হারলে ডেভিডসনের ওপর শুল্ক আরও ১০% কমানো হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হারলে ডেভিডসনের ওপর ৫০% শুল্ক কমিয়েছিল ভারত। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক চান, ভারত কৃষি ক্ষেত্রে মার্কিন পণ্যকে বাজারে প্রবেশাধিকার দিক ও শুল্ক কমাক। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অতীতে ভিনদেশি কৃষিপণ্যকে ‘নোংরা’ বলে কটাক্ষ করেছেন।
এই পরিস্থিতিতে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।