“শান্তিচুক্তির পথে বড় পদক্ষেপ?”— ট্রাম্পের ফোনালাপের পর ওয়াশিংটনে ছুটছেন জেলেনস্কি

পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরেই ওয়াশিংটন ছুটলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
ukraine and trump

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে তিনি “গঠনমূলক সহযোগিতায়” প্রস্তুত। সম্প্রতি  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে ফোনে কথা হয় তাঁর। ট্রাম্প জেলেনস্কিকে জানান, ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির চেয়ে একটি “সম্পূর্ণ শান্তিচুক্তি” করতে বেশি আগ্রহী।

Screenshot 2025-08-16 005722

ফোনালাপের পর জেলেনস্কি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানান, তিনি সোমবার ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। এ বছরই এটি হবে দুই নেতার দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তাঁদের বৈঠক খুব খারাপ পরিস্থিতিতে শেষ হয়েছিল।

আলাস্কা সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সমঝোতা না হওয়ায় ফের দেশে ফেরার পথে ট্রাম্প জেলেনস্কি ও কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে ফোনে কথা বলেন। জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা ছিল “দীর্ঘ ও ফলপ্রসূ” এবং এতে যুক্তরাষ্ট্রের তরফে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে “ইতিবাচক সংকেত” পাওয়া গেছে।