৭২ ঘণ্টার মধ্যে মানতে হবে তিনটি শর্ত! হাভার্ডকে ট্রাম্প প্রশাসন কী কী শর্ত দিল জেনে নিন

হাভার্ড বিশ্ববিদ্যলয়ে ৮০০ জন ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
havard university

নিজস্ব সংবাদদাতা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর বিদেশি ছাত্র ভর্তি বন্ধ করে দিল মার্কিন প্রশাসন। Student and Exchange Visitor Program (SEVP) সার্টিফিকেশন বাতিল করায় এখন আর F-1 বা J-1 ভিসায় কেউ ভর্তি হতে পারবে না। এই সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেছে প্রায় ৬৮০০ জন আন্তর্জাতিক ছাত্রছাত্রী, যার মধ্যে ৮০০ জন ভারতীয়।কিন্তু ট্রাম্প প্রশাসন ৭২ ঘণ্টার সময় দিয়েছে হার্ভার্ডকে,যদি তারা নির্দিষ্ট ৬টি কঠিন শর্ত মানে, তাহলে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হতে পারে।

Trump

এই শর্তগুলির মধ্যে রয়েছে, গত ৫ বছরে বিদেশি ছাত্রদের যে কোনো বেআইনি কাজ, হিংসাত্মক ঘটনা, হুমকি, অধিকার হরণ, ডিসিপ্লিনারি রেকর্ড এবং প্রতিবাদের সমস্ত অডিও-ভিডিও ফুটেজ জমা দিতে হবে। মূলত "ক্যাম্পাসে অ্যান্টিসেমিটিজম" ইস্যুতে প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে হার্ভার্ড। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ রাজনৈতিক চাপ ও নজরদারির সাম্প্রতিক নজির।

হার্ভার্ড এখন কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। প্রশ্ন উঠছে ছাত্রদের গোপনীয়তা ভেঙে প্রশাসনের হাতে সব তুলে দেবে হাভার্ড বিশ্ববিদ্যালয়? এই ঘটনায় চরম চাপে ৮০০ ভারতীয় ছাত্র ও তাদের পরিবার। দেশি-বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে এই পদক্ষেপকে ঘিরে। অনেকেই একে ‘শিক্ষার রাজনীতিকরণ’ ও বিদেশি ছাত্রদের ‘টার্গেটিং’ বলেই দেখছেন। এই ৭২ ঘণ্টায় কী সিদ্ধান্ত নেয় হার্ভার্ড, সেটাই এখন গোটা বিশ্বের নজরে।