/anm-bengali/media/media_files/2025/07/02/quad-2025-07-02-08-31-53.jpg)
নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারতের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য এসেছে। কোয়াড গোষ্ঠীর চার সদস্য—ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ২২ এপ্রিলের ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ওই ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ নাগরিক।
ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে চার দেশের মন্ত্রীরা স্পষ্ট ভাষায় বলেন, সন্ত্রাসবাদের কোনও রকমের রূপই মেনে নেওয়া যায় না। তারা শুধু হামলাকারীদের নয়, যারা এই হামলা সংগঠিত করেছে এবং আর্থিক সহায়তা দিয়েছে, তাদের সবাইকে অবিলম্বে ন্যায়বিচারের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানাই সর্বোচ্চ কণ্ঠে। আমরা দাবি করছি, যারা এই নৃশংস কাজটি করেছে, সংগঠিত করেছে বা অর্থ জুগিয়েছে, তাদেরকে যেন অবিলম্বে বিচারের মুখোমুখি করা হয়। আমরা সমস্ত রাষ্ট্রসঙ্ঘ সদস্য দেশকে আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদ রেজোলিউশনের অধীনে সক্রিয় সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”
কূটনৈতিক মহলের মতে, কোয়াডের এই একতরফা সমর্থন ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে আন্তর্জাতিক মঞ্চে আরও জোরালো করল। পাশাপাশি, সন্ত্রাসবাদে মদত দেওয়া রাষ্ট্রগুলোর উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us