/anm-bengali/media/media_files/2025/08/19/german-chancellor-a-2025-08-19-19-33-37.jpg)
নিজস্ব সংবাদদাতা: জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মধ্যস্থতায় আগামী দুই সপ্তাহের মধ্যে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/03/Q12L135T8GAWPJYT11BH.jpg)
মের্জ নিজে ইউরোপীয় নেতাদের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে ওয়াশিংটনে যান, যেখানে তাঁরা জেলেনস্কিকে সমর্থন জানান। তিনি সাংবাদিকদের বলেন, “সভার বিরতিতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। সেই আলোচনার ফলেই সিদ্ধান্ত হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক হবে।”
মের্জ আরও জানান, ট্রাম্প পরে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন, যাতে প্রকৃত অর্থে শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, “আমরা জানি না রুশ প্রেসিডেন্টের সাহস হবে কিনা এমন বৈঠকে আসতে। তাই তাঁকে রাজি করাতে আরও প্রচেষ্টা দরকার।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us