“পুতিন ট্রাম্পকে ইউক্রেন দ্রুত দখলের স্বপ্ন দেখিয়েছিলেন”— জেলেনস্কি

ক্রেমলিনের দাবি ছিল, এক মাসে পোকরভস্ক এবং দুই মাসে পুরো পূর্বাঞ্চল দখলের পরিকল্পনা, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
zelenskyy

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন দ্রুত দখলের স্বপ্ন দেখিয়েছিলেন।

G2RpK84WcAAgfvq

জেলেনস্কির বক্তব্য অনুযায়ী, ক্রেমলিন মানচিত্র দেখিয়ে দাবি করেছিল— এক মাসের মধ্যেই রুশ সেনারা পোকরভস্ক দখল করবে এবং দুই মাসের মধ্যেই প্রায় সমগ্র পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ নেবে। এরপর ধাপে ধাপে খারকিভ, দ্নিপ্রো এবং শেষ পর্যন্ত কিয়েভের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা ছিল।