নেটফ্লিক্স বয়কটের আহ্বান এলন মাস্কের

২২৭ মিলিয়ন অনুসারীকে সাবস্ক্রিপশন বাতিলের ডাক, ‘ট্রান্সজেন্ডার প্রোপাগান্ডা’র অভিযোগে আক্রমণ মাস্কের।

author-image
Aniket
New Update
G2RQ7jLWEAAh88C

নিজস্ব সংবাদদাতা: টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক এলন মাস্ক তাঁর ২২৭ মিলিয়ন সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বাতিল করার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, স্ট্রিমিং প্ল্যাটফর্মটি তথাকথিত “ট্রান্সজেন্ডার প্রোপাগান্ডা” ছড়াচ্ছে।

মাস্কের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে তাঁর বক্তব্যকে সমর্থন করলেও, অনেকেই একে পক্ষপাতমূলক এবং বিতর্কিত মন্তব্য বলে সমালোচনা করছেন।