ইরানে হামলায় ফুঁসে উঠলেন পুতিন, খোলা চ্যালেঞ্জ দিলেন আমেরিকাকে

ইরানকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন পুতিন।

author-image
Tamalika Chakraborty
New Update
iran minister and puttin

নিজস্ব সংবাদ:চলমান ইরান-ইসরায়েল সংঘর্ষের মধ্যেই মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই বৈঠকে পুতিন ইরানের উপর ‘অজুহাতহীন হামলা’র কড়া সমালোচনা করেন এবং বলেন, “ইরান আক্রমণের কোনো যৌক্তিকতা নেই।”

পুতিন স্পষ্ট ভাষায় জানান, “ইরানে সরকার পরিবর্তন হবে কি না, সেটা ঠিক করবে ইরানের জনগণ—আমেরিকার চাপ বা অন্য কোনো দেশের হস্তক্ষেপে নয়।” তিনি আরও বলেন, “আমেরিকা বারবার ইরানকে আত্মসমর্পণের বার্তা দিচ্ছে, এটা অগ্রহণযোগ্য।”

আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার প্রসঙ্গে পুতিন বলেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে এই হামলার নিন্দা জানাচ্ছি। ইরানের পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক নীতিমালার চূড়ান্ত লঙ্ঘন।” তিনি রাশিয়ার পক্ষ থেকে ইরানি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

iran leader khamenei

বৈঠকের শুরুতে পুতিন বলেন, “প্রিয় মন্ত্রী, এই সংকটময় সময়ে আপনাকে রাশিয়ায় পেয়ে আমি আনন্দিত। আপনার দেশ ও গোটা অঞ্চলের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল। এই সময়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।”

রাশিয়া বরাবরই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় এবং ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এই ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে আরও জোরদার হল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।