নিজস্ব সংবাদদাতা: কানাডার ওটাওয়ায় ২১ বছর বয়সী ভারতীয় ছাত্রী বনশিকা সাইনির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার তাঁর দেহ একটি বিচের কাছে উদ্ধার হয়। বনশিকা পাঞ্জাবের ডেরা বস্সি এলাকার আপ নেতা দাবিন্দর সাইনির মেয়ে। জানা গেছে, ২২ এপ্রিলের পর থেকে বনশিকার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর ফোন সুইচড অফ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বনশিকার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা মেলেনি।
কানাডায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরে। পরে বনশিকার দেহ উদ্ধারের খবর জানানো হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও তদন্তাধীন। বনশিকার দেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, তবে তদন্তের কারণে কিছুটা সময় লাগতে পারে।
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, "অটোয়ায় ভারতীয় ছাত্রী বনশিকার মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে দুঃখিত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে এবং স্থানীয় পুলিশ জানিয়েছে যে, কারণটি তদন্তাধীন। সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য আমরা শোকাহত আত্মীয়স্বজন এবং স্থানীয় কমিউনিটি সংগঠনগুলির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।"
বনশিকা দ্বাদশ শ্রেণি পাশের পর উচ্চশিক্ষার জন্য কানাডা গিয়েছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিত মহলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us