গণআন্দোলন নাকি অরাজকতা? জেন জি বিক্ষোভে জ্বলছে নেপালের সুপ্রিম কোর্ট

নেপালে বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দেয়।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal supreme court

নিজস্ব সংবাদদাতা: নেপালের জেন জি আন্দোলনের কুৎসিত চেহারা প্রকাশ পেল যখন দুষ্কৃতীরা সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দেয়। দুর্নীতি, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলন ভয়াবহ হিংসার আকার নিয়েছে। সাম্প্রতিক ইতিহাসে নেপাল এত ধ্বংসাত্মক বিক্ষোভ খুব কমই দেখা গিয়েছে।

nepal protest aaa

সরকারি দফতর জ্বলছে, গুরুত্বপূর্ণ নথিপত্র ছাই হয়ে যাচ্ছে, আর নিরাপত্তাবাহিনী হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে। রাজধানী কাঠমান্ডুতেই সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট কমপ্লেক্সে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আদালতের কক্ষ, অ্যাটর্নি জেনারেলের দফতর, প্রশাসনিক ভবন—সবকিছুই মুহূর্তে ছাই হয়ে যায়। দমকলকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধোঁয়া আর আগুনের সঙ্গে লড়লেও ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।