/anm-bengali/media/media_files/2025/09/07/indian-lobbyst-2025-09-07-19-55-06.jpg)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যখন ক্রমশ খারাপের দিকে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক রাজনৈতিক লবিস্ট জেসন মিলার। মিলারের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি-কে চলতি বছরেই ওয়াশিংটনে ভারতীয় মিশনের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছিল। খবর অনুযায়ী, এই চুক্তি এক বছরের জন্য এবং এর মোট মূল্য প্রায় ১.৮ মিলিয়ন মার্কিন ডলার।
এই প্রেক্ষিতেই সম্প্রতি মিলার দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে। যদিও বৈঠকের মূল আলোচ্যসূচি তিনি প্রকাশ করেননি, তবুও মিলার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি ট্রাম্পের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/02/donald-trump-2025-07-02-21-53-42.jpeg)
ঘটনাটি ঘিরে কৌতূহল বাড়ছে, কারণ বর্তমানে ভারত–আমেরিকা সম্পর্ক খুবই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতের আমদানিকৃত পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। এর কারণ হিসেবে তিনি দাবি করেছেন, ভারত এখনো রাশিয়ান তেল কিনছে এবং এর মাধ্যমে পরোক্ষভাবে মস্কোর যুদ্ধযন্ত্রকে সহায়তা করছে।
ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপকে বলা হয়েছে “অন্যায়, অযৌক্তিক ও একেবারেই অগ্রহণযোগ্য”। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড়সড় অস্বস্তি তৈরি হয়েছে। এর মাঝেই ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা লবিস্ট জেসন মিলারের ট্রাম্পের সঙ্গে বৈঠককে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
প্রশ্ন উঠছে—এই সাক্ষাতের মাধ্যমে ভারত কি কোনো বার্তা দিতে চাইছে? নাকি ট্রাম্পকে ঘিরে ভবিষ্যতের সম্ভাবনা আঁচ করে রাজনৈতিক দর-কষাকষির খেলাই শুরু হয়েছে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us