ইউরোপ জুড়ে যুদ্ধের পরিবেশ! রাশিয়ান ড্রোন ঢুকে পড়ল পোল্যান্ডে? প্রধান বিমানবন্দর বন্ধ, আকাশে ন্যাটো যুদ্ধবিমান

পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন দেখা দেওয়ার পর থেকে ইউরোপ জুড়ে যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
russian drone


নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পোল্যান্ডে। রাজধানী ওয়ারশ’র প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে আকাশে জরুরি সতর্কতা জারি করে পোল্যান্ডের সেনাবাহিনী, আর ন্যাটো মিত্র দেশগুলোর যুদ্ধবিমানও দেয় আকাশে। কারণ— খবর পাওয়া যায় যে ইউক্রেনের যুদ্ধে ব্যবহৃত রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে।

প্রথমে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়ান ড্রোন পোল্যান্ডের ভেতরে ঢুকে পড়েছে এবং এটি দক্ষিণ-পূর্ব শহর জামোশের জন্য হুমকি হতে পারে। তবে কিছুক্ষণ পর সেই বার্তাটি তাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়।

 ইউক্রেনীয় গণমাধ্যমগুলো দাবি করেছে অন্তত একটি ড্রোন পশ্চিম পোল্যান্ডের গুরুত্বপূর্ণ শহর রেজশোভের দিকে এগোচ্ছিল। এই শহরটি ইউক্রেনে অস্ত্র ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বড় ঘাঁটি হিসেবে পরিচিত।

nato fighter jets

পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের আকাশে বর্তমানে পোল্যান্ড ও ন্যাটো মিত্রদের যুদ্ধবিমান টহল দিচ্ছে। পাশাপাশি মাটিভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নজরদারিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।”

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ এখন পোল্যান্ডের মতো ন্যাটো সদস্য দেশের সীমান্তে গিয়ে ঠেকায়, ইউরোপ জুড়ে উদ্বেগ আরও বাড়ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই সংঘাত কি এখন সীমান্ত পেরিয়ে বৃহত্তর যুদ্ধে রূপ নিতে চলেছে?