New Update
/anm-bengali/media/media_files/Q2P1dYuUF08sFHfFNeB7.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের সেনাবাহিনী হামাসের হাত থেকে দুই পণবন্দিকে উদ্ধার করে। এক সপ্তাহ আগে থেকে ইজরায়েল দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলা শহরে করে। সেখান থেকেই সোমবার পণবন্দিদের উদ্ধার করা হয়। ইজরায়েলের সেনাবাহিনীর যে সদস্যরা পণবন্দিদের উদ্ধার করেছিলেন, তাঁদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সেনা সদস্যদের ধন্যবাদও দেন।
/anm-bengali/media/media_files/tdtBCfcHoTPo7m7UZWMf.jpeg)
/anm-bengali/media/media_files/vBAW85tAaAt262MpsET2.jpeg)
/anm-bengali/media/media_files/4JeuqkiG6RG25n1LYxVs.jpeg)
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us