নিজস্ব সংবাদদাতা: রবিবার সাইপ্রাসের লিমাসোলে আয়োজিত ইন্ডিয়া-সাইপ্রাস সিইও ফোরামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর সঙ্গে সাইপ্রাসকে যুক্ত করার জন্য আলোচনা চলছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, UPI এখন শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তিনি জানান, আজ বিশ্বের ৫০ শতাংশ ডিজিটাল লেনদেন ভারতের মাধ্যমে হয়, যার মূল কারণ হলো UPI।
/anm-bengali/media/media_files/SVKy6z3KrspeJkuLrcpB.jpg)
মোদী বলেন, “আজ বিশ্বের মোট ডিজিটাল লেনদেনের অর্ধেকই ভারতে হয়, UPI-র মাধ্যমে। ফ্রান্সসহ বহু দেশ এই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সাইপ্রাসকেও এর সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে, আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।”
তিনি আরও জানান, ভারত যেভাবে প্রযুক্তিকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছে, তা আজ গোটা বিশ্বের কাছে এক উদাহরণ। UPI শুধু প্রযুক্তির প্রতীক নয়, এটি ভারতের ডিজিটাল বিপ্লব ও আর্থিক অন্তর্ভুক্তির একটি বড় প্রতীক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us