‘ইন্ডিয়া আউট’ বিতর্কের পর প্রথমবার মালদ্বীপে মোদি! তবে কি মুইজ্জুর সঙ্গে বরফ গলছে?

মালদ্বীপের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
madi in maldives

নিজস্ব সংবাদদাতা: দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বরফ গলতে চলেছে? এমনই জল্পনার আবহে মালদ্বীপ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর আমন্ত্রণে এই সফর, যা কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই সফরের অন্যতম উদ্দেশ্য মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বার্ষিকী উদযাপন। রাষ্ট্রীয় এই উদ্‌যাপনে অংশ নিতে মালদ্বীপ পাড়ি দিলেন প্রধানমন্ত্রী। তবে এই সফরের নেপথ্যে রয়েছে আরও গভীর বার্তা—দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা। কারণ, প্রেসিডেন্ট মুইজ্জুর শাসনকালেই "ইন্ডিয়া আউট" আন্দোলনের জেরে দু’দেশের সম্পর্কে চাঞ্চল্যকর উত্তেজনা তৈরি হয়েছিল।

modi

মুইজ্জুর সরকার চীনের দিকে স্পষ্টভাবে ঝুঁকে যাওয়ায় নয়াদিল্লির সঙ্গে মালেতে দূরত্ব বাড়ছিল। সেই পারস্পরিক অবিশ্বাসের আবহেই প্রধানমন্ত্রী মোদির এই সফরকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, মুইজ্জু প্রশাসনের আমন্ত্রণে মোদির এই সফর কেবল এক আনুষ্ঠানিকতা নয়, বরং এই অঞ্চলে ভারতের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার এক কৌশলগত পদক্ষেপ। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলেই অনুমান।