নিজস্ব সংবাদদাতা: চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন। তিনি বলেন, "কাজান ব্রিকস সম্মেলনের ফাঁকে রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে বৈঠক হয়। ভারত-চীন সম্পর্ক আমাদের দেশের জনগণের জন্য এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক সংবেদনশীলতা নির্দেশনা দেবে। দ্বিপাক্ষিক সম্পর্ক।"
PM Narendra Modi tweets, "Met President Xi Jinping on the sidelines of the Kazan BRICS Summit. India-China relations are important for the people of our countries and for regional and global peace and stability. Mutual trust, mutual respect and mutual sensitivity will guide… pic.twitter.com/9U8CJbgHaq
— ANI (@ANI) October 23, 2024
The two leaders affirmed that stable, predictable, and amicable bilateral relations between India and China, as two neighbours and the two largest nations on earth, will have a positive impact on regional and global peace and prosperity. It will also contribute to a multi-polar…
— ANI (@ANI) October 23, 2024
দ্বিপাক্ষিক বৈঠকের পর বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, 'দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল করে তুলতে এবং মেরামত করতে বিদেশমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকদের পর্যায়ের যে আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগানো হবে।'এই বৈঠকে সাড়ে চার বছর পর পূর্ব লাদাখ ঘিরে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই নিয়ে ইতিবাচক আলোচনা হয়ে। পাঁচ বছর পর চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিদিনে যাতে ভারত এবং চিনের মধ্যে সীমান্ত নিয়ে পূর্ব লাদাখ সীমান্তের কোনও সংঘাত না হয়, সেটার উপরেও জোর দেওয়ার কথা ইতিমধ্যে বলেছেন ভারতের বিদেশ সচিব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us