/anm-bengali/media/media_files/2025/07/09/screenshot-2025-07-09-915-pm-2025-07-09-21-49-30.png)
নিজস্ব সংবাদদাতা: ভারত-নামিবিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনুপ্রেরণামূলক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামিবিয়ার সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশটির জাতীয় পাখি আফ্রিকান ফিশ ঈগল-এর দৃষ্টান্ত তুলে ধরেন এবং দুই দেশের যৌথ অগ্রযাত্রার রূপরেখা দেন।
/anm-bengali/media/post_attachments/8c01e128-a32.png)
প্রধানমন্ত্রী বলেন, “চলুন আমরা নামিবিয়ার জাতীয় পাখি, আফ্রিকান ফিশ ঈগল-এর পথ অনুসরণ করি। তার তীক্ষ্ণ দৃষ্টি এবং রাজকীয় উড়ান আমাদের শেখায়—একসঙ্গে উড়তে, দিগন্তে দৃষ্টি রাখতে এবং সাহসিকতার সঙ্গে সম্ভাবনার দিকে হাত বাড়াতে।” এই বক্তব্যে মোদী স্পষ্ট করে দেন, ভারত ও নামিবিয়া কেবল অতীতের বন্ধু নয়, ভবিষ্যতেরও অংশীদার। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে যৌথভাবে কাজ করার এক বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। নামিবিয়ার সংসদে মোদীর এই বক্তব্য উপস্থিত সদস্যদের প্রশংসা কুড়ায় এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার সংকেত দেয়।
#WATCH | Windhoek: On the vision for the future of India-Namibia relations, PM Narendra Modi says, "Let us be guided by Namibia’s national bird, the African Fish Eagle. Known for its sharp vision and majestic flight, it teaches us to Soar together, Scan the horizon and, boldly… pic.twitter.com/RhydUVIaM0
— ANI (@ANI) July 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us