গান্ধীর দেশের কণ্ঠে শান্তির ডাক! গাজা সংকটে মোদীর ঐতিহাসিক বক্তব্য

প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
pm modi  a

নিজস্ব সংবাদদাতা: রবিবার ব্রাজিলের রিও দে জেনেইরো শহরে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনে গাজা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে তৈরি হওয়া মানবিক সংকট অত্যন্ত ভয়াবহ এবং এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো শান্তি।

বিশ্বব্যাপী যেভাবে যুদ্ধ ও সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়ছে—পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত—তা তুলে ধরেন মোদী। তিনি বলেন, “শান্তি কেবল একটি গুণ নয়, বরং এটি হলো বৈশ্বিক উন্নয়নের এক অপরিহার্য পরিকাঠামো।”

গাজার মানবিক অবস্থা সম্পর্কে উদ্বেগ জানিয়ে মোদী বলেন, “ভারত বিশ্বাস করে, মানবতার কল্যাণের জন্য একমাত্র সঠিক পথ হলো শান্তির পথ। আমরা গান্ধীজি ও গৌতম বুদ্ধের দেশ, যেখানে শত প্রতিকূলতার মাঝেও শান্তিই হয়ে উঠেছে চূড়ান্ত আদর্শ।”

gaza

তিনি আরও বলেন, “ভারত সবসময় শান্তির পক্ষে ছিল, আছে এবং থাকবে। যতটা সম্ভব, এই লক্ষ্যে ভারত তার পক্ষ থেকে সমস্ত রকম প্রয়াস চালিয়ে যাবে।”

বিশ্বে যখন বারুদের গন্ধে দমবন্ধ হয়ে আসছে, তখন মোদীর এই বার্তা বিশ্ব নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। শান্তির পক্ষে ভারতের এই অবস্থানকে আন্তর্জাতিক স্তরে মানবিকতার পক্ষে এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।