/anm-bengali/media/media_files/2025/07/23/pakistan-deputy-pm-2025-07-23-08-47-35.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, যেখানে The Resistance Front (TRF)-কে "সন্ত্রাসবাদী সংগঠন" হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পাকিস্তানের এই সিদ্ধান্তে কোনও আপত্তি নেই। তবে তিনি TRF-এর সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা'র যোগ থাকার দাবি অস্বীকার করেছেন।
TRF সম্প্রতি পহেলগামে ২২ এপ্রিলের জঙ্গি হামলার দায় স্বীকার করেছে, যেখানে প্রাণ হারান অন্তত ২৬ জন। এই হামলার পর TRF আন্তর্জাতিক নজরে আসে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
ইশাক দার বলেন, “TRF-কে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা যুক্তরাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত। এতে আমাদের কোনও সমস্যা নেই। বরং তারা যদি TRF-এর জঙ্গি কার্যকলাপের প্রমাণ দিয়ে থাকে, সেটিকে স্বাগত জানাই। তবে TRF-এর সঙ্গে লস্কর-ই-তৈয়বার কোনও যোগ আছে বলে মনে করি না, এই বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”
এই বক্তব্য পাকিস্তানের পূর্ববর্তী অবস্থান থেকে একটি উল্লেখযোগ্য মোড়ের ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক মহলে TRF দীর্ঘদিন ধরেই লস্কর-ই-তৈয়বার ছদ্মবেশী শাখা হিসেবে পরিচিত ছিল। এখন দেখা যাচ্ছে, মার্কিন সিদ্ধান্তে সম্মতি দিলেও পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনের মূল যোগসূত্র নিয়ে নিজস্ব ব্যাখ্যা দিতে চাইছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us