জল না দিলে শ্বাস রোধ করে মারব! হাফিজ সইদের ভাষায় ভারতকে হুমকি পাক সেনা মুখপাত্রের

পাক সেনা মুখপাত্র সিন্ধু জল চুক্তি নিয়ে তীব্র ভাষায় ভারতকে হুমকি দেন।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan army spokeperson

নিজস্ব সংবাদদাতা: ভারতকে হুমকি দিতে গিয়ে এবার সরাসরি জঙ্গি হাফিজ সইদের ভাষা ব্যবহার করলেন পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “তোমরা যদি আমাদের জল বন্ধ করো, তবে আমরাও তোমাদের শ্বাসরোধ করব।”

indus river

এই মন্তব্য এসেছে এমন সময়, যখন পহেলগাঁওয়ে  সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার পরিকল্পনা নেয়। বিশ্লেষকদের মতে, পাকিস্তান সেনা ও সন্ত্রাসবাদীদের ভাষার এই অদ্ভুত মিল শুধুই কাকতালীয় নয়। এটা আসলে দুই পক্ষের 'অভিন্ন নীতির নগ্ন প্রকাশ'।

ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত এই মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া না এলেও, কূটনৈতিক মহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছে।