কাশ্মীরসহ সব ইস্যুতে আলোচনার প্রস্তাব পাকিস্তানের, কিন্তু ভারত সাফ জানাল—শুধু সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে!

কাশ্মীর সহ সমস্ত ইস্যুতে আলোচনায় বসতে ফের আগ্রহ প্রকাশ করল পাকিস্তান।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan deputy pm

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর সফল হওয়ার কয়েক মাস পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার শুক্রবার ঘোষণা করেছেন, ভারত চাইলে ইসলামাবাদ সব অসমাপ্ত বিষয় নিয়ে “কম্পোজিট ডায়ালগ” বা সর্বাত্মক আলোচনায় বসতে প্রস্তুত। এর মধ্যে কাশ্মীর ইস্যুও রয়েছে।

ইশাক দার বলেন, “পাকিস্তান মর্যাদা ও সম্মানের সঙ্গে ভারতের সঙ্গে সব ঝুলে থাকা বিষয় নিয়ে কম্পোজিট ডায়ালগ শুরু করতে প্রস্তুত, বিশেষ করে জম্মু ও কাশ্মীর নিয়ে আমাদের দীর্ঘদিনের অবস্থান স্পষ্ট।”

অন্যদিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পহেলগাঁও জঙ্গি হামলার পর চালানো অপারেশন সিন্দুরের সফলতার পর পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে কেবল সন্ত্রাসবাদ ইস্যুতে। কাশ্মীরসহ অন্য কোনো বিষয়ে নয়।

modi

ভারত-পাকিস্তান কম্পোজিট ডায়ালগের সূচনা হয়েছিল ২০০৩ সালে, তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের আমলে। সেই প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছিল। কিন্তু ২০০৮ সালের মুম্বাই হামলার পর সেই উদ্যোগ ভেঙে পড়ে। তারপর থেকে পূর্ণাঙ্গভাবে আর কখনও তা পুনরুজ্জীবিত হয়নি।

এখন ইশাক দারের এই মন্তব্য নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি করলেও, ভারতের কড়া অবস্থান দেখে তা কতটা সম্ভব হবে, সেটাই প্রশ্ন।