ভারতের জন্য নতুন সন্ত্রাসের রুট নেপাল? পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করলেন নেপালের প্রেসিডেন্টের উপদেষ্টা!

নেপাল হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে পাকিস্তানেক জঙ্গিরা।

author-image
Tamalika Chakraborty
New Update
terror brgg

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন নেপালের প্রেসিডেন্টের উপদেষ্টা সুনীল বাহাদুর থাপা। কাঠমান্ডুতে গত ৯ জুলাই আয়োজিত এক উচ্চপর্যায়ের সেমিনারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT) ও জইশ-ই-মোহাম্মদ (JeM) ভারতকে টার্গেট করতে নেপালকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে পারে।

নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এনগেজমেন্ট (NIICE)-এর উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনাসভায় দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের হুমকি ও তা রোধে করণীয় বিষয়ক আলোচনা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার একাধিক দেশের নিরাপত্তা বিশ্লেষক, নীতিনির্ধারক ও কূটনৈতিকরা।

d

সেমিনারে বক্তারা স্পষ্ট করেন, ভারতের ওপর সন্ত্রাসবাদী হামলার প্রভাব সরাসরি নেপালের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপরও পড়ে। সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি-সক্রিয়তা বাড়লে তা গোটা অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করে। বক্তারা বলেন, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে মদত দেওয়ার নীতিই SAARC-এর মতো আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠনের কার্যকারিতা ব্যাহত করছে।

সেমিনারে জোর দেওয়া হয় ভারত-নেপাল সীমান্তে যৌথ নজরদারি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর। একইসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবিলায় কোনও দেশ যেন দ্বিচারিতা না দেখায়—এই মর্মেও হুঁশিয়ারি দেওয়া হয়।

নেপালের তরফে এই ধরনের সরব অবস্থান এশিয়া অঞ্চলে নিরাপত্তা বিষয়ক এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই ধরা হচ্ছে। বিশেষ করে এমন সময়, যখন ভারত বারবার আন্তর্জাতিক মহলে পাকিস্তানের জঙ্গিমদতের বিষয়ে সরব হয়েছে।