/anm-bengali/media/media_files/2025/08/04/terrorist-pakistan-2025-08-04-19-28-44.jpg)
নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি লঞ্চপ্যাড ভেঙে দেওয়ার কয়েক মাস পর নতুন করে জঙ্গি ঘাঁটি গড়তে শুরু করেছে পাকিস্তানপুষ্ট জঙ্গিগোষ্ঠী। গোয়েন্দা সূত্র ও স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— লস্কর-ই-তইবা (LeT) এবার আফগানিস্তান সীমান্তের কাছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের লোয়ার দির জেলায় তৈরি করছে নতুন ক্যাম্প, যার নাম ‘মারকাজ জিহাদ-এ-আকসা’।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/03/JyGFgsY57JKHQlcLYS7K.webp)
প্রায় ৪,৬০০ বর্গফুটের বিশাল এলাকায় তৈরি হচ্ছে এই ঘাঁটি, যা মসজিদের একেবারে পাশে অবস্থিত। এখানে একদিকে বসবাসের জায়গা থাকবে, অন্যদিকে তৈরি হবে আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। লক্ষ্য ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পুরো ক্যাম্পকে সক্রিয় করা। এজন্য বিপুল অর্থ ও সম্পদ ঢালছে LeT।
জানা গেছে, এই ক্যাম্পের দায়িত্বে আছে নাসির জাভেদ, যে ২০০৬ সালের হায়দরাবাদ বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত। অস্ত্র ও মতাদর্শগত প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে মুহাম্মদ ইয়াসিন ওরফে বিলাল ভাই এবং আনাস উল্লাহ খান। এখানে ‘দাওরা-এ-খাস’ ও ‘দাওরা-এ-লস্কর’-এর মতো উন্নত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। পাশাপাশি, এখান থেকেই পরিচালিত হবে লস্করের ভয়ঙ্কর ‘জান-এ-ফিদাই’ আত্মঘাতী স্কোয়াড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us