অপারেশন সিঁদুরের পর নতুন ফাঁদ! আফগান সীমান্তে লস্করের মহা জঙ্গি ঘাঁটি

অপারেশ সিঁদুরের পর আফগান সীমান্তে লস্কর বিশাল বড় জঙ্গি ঘাঁটি তৈরি করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
terrorist pakistan


নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি লঞ্চপ্যাড ভেঙে দেওয়ার কয়েক মাস পর নতুন করে জঙ্গি ঘাঁটি গড়তে শুরু করেছে পাকিস্তানপুষ্ট জঙ্গিগোষ্ঠী। গোয়েন্দা সূত্র ও স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— লস্কর-ই-তইবা (LeT) এবার আফগানিস্তান সীমান্তের কাছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের লোয়ার দির জেলায় তৈরি করছে নতুন ক্যাম্প, যার নাম ‘মারকাজ জিহাদ-এ-আকসা’।

terror brgg

প্রায় ৪,৬০০ বর্গফুটের বিশাল এলাকায় তৈরি হচ্ছে এই ঘাঁটি, যা মসজিদের একেবারে পাশে অবস্থিত। এখানে একদিকে বসবাসের জায়গা থাকবে, অন্যদিকে তৈরি হবে আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। লক্ষ্য ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পুরো ক্যাম্পকে সক্রিয় করা। এজন্য বিপুল অর্থ ও সম্পদ ঢালছে LeT।

জানা গেছে, এই ক্যাম্পের দায়িত্বে আছে নাসির জাভেদ, যে ২০০৬ সালের হায়দরাবাদ বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত। অস্ত্র ও মতাদর্শগত প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে মুহাম্মদ ইয়াসিন ওরফে বিলাল ভাই এবং আনাস উল্লাহ খান। এখানে ‘দাওরা-এ-খাস’ ও ‘দাওরা-এ-লস্কর’-এর মতো উন্নত প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। পাশাপাশি, এখান থেকেই পরিচালিত হবে লস্করের ভয়ঙ্কর ‘জান-এ-ফিদাই’ আত্মঘাতী স্কোয়াড।