/anm-bengali/media/media_files/2025/03/13/cwz6YL1kOxkJcTaCc2XL.jpg)
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দুই দেশের মধ্যে যে কোনও মুহূর্তে যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
জানা গিয়েছে, একদিকে যখন যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে, ঠিক সেই সময় রাওয়ালপিন্ডি সামরিক হাসপাতালে ভর্তি হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ। পাশাপাশি রাওয়ালপিন্ডি সামরিক হাসপাতাল থেকে একটি গোপন নথি ফাঁস হয়েছে। যেখানে তাঁর অসুস্থতার কথা লেখা রয়েছে। প্রশ্ন হচ্ছে, কী হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। নেটিজেনরা কৌতুক করে বলছেন, ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পরেই ভয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাক প্রধানমন্ত্রী। যদিও ফাঁস হওয়া রাওয়ালপিন্ডি সামরিক হাসপাতালের নথি থেকে জানা গিয়েছে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অর্শের রোগ রয়েছে। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us