আমাদের দয়া করে দুর্বল ভাববেন না! এবার হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের দয়া করে দুর্বল ভাববেন না।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan pm .jpg

নিজস্ব সংবাদদাতা: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর কাজ চলছে পুরোদমে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। স্পষ্ট বার্তায় তিনি বললেন, "যেকোনও পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।"

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে ভয়াবহ জঙ্গি হামলা। ধর্ম দেখে বেছে বেছে হত্যা করা হয় ২৬ জন হিন্দু পর্যটককে। হামলার পিছনে পাকিস্তানের সরাসরি জড়িত থাকার প্রমাণ পায় ভারত। পাল্টা জবাব হিসেবে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। এই টানাপোড়েনের মধ্যেই পাকিস্তান সরকারের তরফে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিলেন শেহবাজ শরিফ।

ভাষণে তিনি দাবি করেন, পাকিস্তান বরাবর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং বহু ত্যাগ স্বীকার করেছে। পহেলগাঁও হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার অভিযোগ অস্বীকার করে শরিফ বলেন, “আমাদের বদনাম করার চেষ্টা চলছে। আমরা নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত আছি।”

Kashmir terrorists attacks

ভারতের কড়া অবস্থানের পর সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা মিলে বড়সড় সামরিক প্রস্তুতি শুরু করেছে। সীমান্তে বাড়ানো হয়েছে বাহিনীর উপস্থিতি। পাকিস্তানও পাল্টা সেনা মোতায়েন করছে সীমান্তে। দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা যে কোনও মুহূর্তে যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিন হুঁশিয়ারির সুরে শেহবাজ শরিফ আরও বলেন, "পাকিস্তানের প্রতিটি ইঞ্চি জমি রক্ষায় আমাদের সেনাবাহিনী প্রস্তুত। শান্তিকে আমরা অগ্রাধিকার দিই, কিন্তু কেউ যেন এটিকে আমাদের দুর্বলতা মনে না করে।"

ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাক প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন, “যদি আমাদের জল প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।”