‘দুঃসাহস দেখালে ধ্বংস হবেই!’— আফগানিস্তানকে সরাসরি হুমকি পাকিস্তান প্রধানমন্ত্রীর

আফগানিস্তানের সাম্প্রতিক আগ্রাসী আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বললেন, দেশের প্রতিরক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan pm

নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সীমান্তে উত্তেজনার মাঝেই রবিবার ইসলামাবাদে এক বিবৃতিতে তিনি বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষায় কোনও আপস করা হবে না। আফগানিস্তানের প্রতিটি হামলার জবাব দেওয়া হবে কঠিন হাতে।”

শরিফ বলেন, “আমরা আমাদের সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য গর্বিত। ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনা শুধু আফগান বাহিনীর আগ্রাসনের জবাবই দেয়নি, ধ্বংস করেছে তাদের একাধিক পোস্ট। তাদের পিছু হটতে বাধ্য করা হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও যোগ করেন, “আমাদের দেশের প্রতিরক্ষা সুরক্ষিত হাতে রয়েছে। পাকিস্তান জানে কীভাবে নিজের প্রতিটি ইঞ্চি জমি রক্ষা করতে হয়। বাহিনীর দক্ষ নেতৃত্ব ও অটল মনোবল আমাদের গর্ব।”

taliban army

শরিফ আরও বলেন, পাকিস্তান সেনা সবসময় বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। তিনি দাবি করেন, আফগান বাহিনীর উসকানিমূলক কার্যকলাপের পর পাকিস্তান সেনা যথাযথ ও সফল পালটা পদক্ষেপ নিয়েছে, যা পাকিস্তানের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করেছে।

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় টানা সংঘর্ষ চলছে। দু’দেশই একে অপরকে আগ্রাসনের অভিযোগে কাঠগড়ায় তুলেছে। তবে শেহবাজ শরিফের এই বক্তব্যে স্পষ্ট, ইসলামাবাদ এবার কূটনৈতিক নয়, সামরিকভাবে শক্ত বার্তা দিতে চাইছে কাবুলকে।