/anm-bengali/media/media_files/2025/08/31/sco-family-photo-2025-08-31-20-52-47.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে বিশ্বের একাধিক নেতার সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহ্যবাহী "ফ্যামিলি ফটো"-তে সামনের সারিতেই দেখা গেল তাঁকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাঁড়িয়েছিলেন একসঙ্গে, আর তাঁদের পাশে জায়গা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্মেলনের আয়োজক হিসেবে মাঝখানে ছিলেন শি জিনপিং। তাঁর বাঁ দিকে স্ত্রী পেং লিইউয়ান এবং ডান দিকে ভ্লাদিমির পুতিন। একসঙ্গে দাঁড়িয়ে ছবিতে ধরা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।
এই প্রথম, ভারতের ‘অপারেশন সিঁদুর’–এর নিখুঁত এয়ার স্ট্রাইকের পর, মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একই মঞ্চে দেখা গেল। ফলে ফ্যামিলি ফটো ঘিরে কৌতূহল বেড়েছে বহুগুণ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/31/pm-modi-and-xi-jinping-2025-08-31-20-45-39.jpg)
শুধু SCO সদস্য রাষ্ট্রই নয়, এবারের শীর্ষ সম্মেলনে হাজির ছিলেন আরও অনেকে—অবজারভার স্টেটস, ডায়ালগ পার্টনার এবং বিশেষ আমন্ত্রিত অতিথিরাও। পাশাপাশি উপস্থিত ছিলেন জাতিসংঘ (UN), আসিয়ান (ASEAN), কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেটসের প্রতিনিধিরাও।
শি জিনপিং ও তাঁর স্ত্রীর তরফে আন্তর্জাতিক অতিথিদের জন্য আয়োজন করা হয় এক জাঁকজমক ভোজেরও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছর পর প্রথমবার চীন সফরে গিয়েছেন। এই দুই দিনের সফরে তিনি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাণিজ্যিক শুল্ক নীতির আবহেই হবে সেই বৈঠক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us