এই ৩ জনই ছিল সেই নারকীয় হামলার মূল হোতা! করাচিতে গুলিতে ঝাঁঝরা করা হলো টিটিপি-র জঙ্গিদের

চীনের ইঞ্জিনিয়ারদের ওপর হামলাকারী টিটিপির তিন জঙ্গিকে নিকেশ করল পাকিস্তান।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistani taliban

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের করাচির মাংঘোপীর এলাকায় গোপন সন্ত্রাস দমন অভিযানে  তিন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র জঙ্গি নিকেশ হয়েছে। এই তিনজনকে গত বছরের নভেম্বর মাসে চীনা ইঞ্জিনিয়ারদের ওপর চালানো টার্গেটেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করেছিল গোয়েন্দা সংস্থা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে চালানো হয় এই গোপন অভিযান। দীর্ঘ সময় নজরে রাখার পর পুলিশের বিশেষ ইউনিট জঙ্গিদের ঘিরে ফেলে। উভয় পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন টিটিপি সদস্যের।

২০২৪ সালের ৫ নভেম্বর করাচির একটি টেক্সটাইল কারখানায় কর্মরত দুই চীনা কর্মীর ওপর গুলি চালিয়েছিল এক পাকিস্তানি নিরাপত্তারক্ষী। ওই ঘটনায় তারা গুরুতর আহত হন। যদিও তখন পাকিস্তান সরকার একে জঙ্গি হামলা বলে মানতে চায়নি, তবে ঘটনাটি আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছিল।

taleban

তবে এবার নিহত তিন টিটিপি সদস্যের বিরুদ্ধে সেই হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার তথ্য সামনে এসেছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, তারা পরিকল্পনা করেছিল বিদেশি কর্মীদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর।

এই অভিযানকে ঘিরে চীন-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বার্তা। বিশ্লেষকরা বলছেন, চীনা নাগরিকদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আর সেই কারণেই ইসলামাবাদ এবার কঠোর অবস্থানে।

এই সফল অভিযানের পর পাকিস্তানের সন্ত্রাস দমন বাহিনী জানিয়েছে, দেশের ভেতরে কোনও বিদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এখন দেখার, এর জেরে তালিবান ঘনিষ্ঠ অন্যান্য গোষ্ঠীগুলি কীভাবে প্রতিক্রিয়া জানায়।

বিশ্বের নজর এখন করাচিতে— চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর ঘিরে নিরাপত্তা কতটা জোরদার হয়, সেটাই বড় প্রশ্ন।