দেউলিয়া হওয়ার হাত থেকে শেষ মুহূর্তে বাঁচল পাকিস্তান! IMF দিল ১.২ বিলিয়ন ডলার—শর্ত শুনলে মাথা ঘুরবে

IMF পাকিস্তানকে ১.২ বিলিয়ন ডলার ঋণ ছাড় দিল। কঠিন অর্থনৈতিক সঙ্কটে বড় স্বস্তি ইসলামাবাদের। শেহবাজ শরিফ বললেন—সংস্কারের স্বীকৃতি, তবে সামনে আরও কঠিন পথ।

author-image
Tamalika Chakraborty
New Update
imf


নিজস্ব সংবাদদাতা: গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তানের জন্য বড় স্বস্তির খবর। মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) অনুমোদন দিয়েছে ১.২ বিলিয়ন ডলার ঋণ ছাড়ের। অত্যন্ত টানাটানির পরিস্থিতিতে এই টাকা পাকিস্তানের অর্থনীতিকে কিছুটা হলেও বাঁচাবে বলে মনে করা হচ্ছে।

IMF জানিয়েছে, দু’টি পর্যালোচনা সফলভাবে শেষ হয়েছে। এর মধ্যে ১ বিলিয়ন ডলার মিলছে তাদের মূল ঋণ প্রকল্প থেকে এবং আরও ২০০ মিলিয়ন ডলার পাওয়া যাবে জলবায়ু-সম্পর্কিত একটি বিশেষ প্রোগ্রামের আওতায়।

এ পর্যন্ত পাকিস্তান গত বছর থেকে মোট প্রায় ৩.৩ বিলিয়ন ডলার পেয়েছে এই বেইলআউট প্রকল্পে। পুরো প্রকল্পটি চলবে ৩৭ মাস, এবং প্রতিটি কিস্তি পেতে ইসলামাবাদকে কঠোর অর্থনৈতিক সংস্কার মানতে হচ্ছে। বহু বছর ধরে পাকিস্তান IMF এবং তথাকথিত ‘বন্ধু দেশ’-এর ঋণের উপর ভরসা করেই টিকে আছে।

pakistan pm .jpg

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সিদ্ধান্তকে সরকারের নেওয়া কঠিন সংস্কার নীতির স্বীকৃতি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এসব পদক্ষেপের ফলেই গত বছর ডিফল্ট হওয়া থেকে দেশ বেঁচে গিয়েছে।

শেহবাজ সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকেও ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে, সেনাবাহিনীর সমর্থন না থাকলে এত বড় অর্থনৈতিক সংস্কার সম্ভব হতো না। আর্থিকমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ও তাঁর দলের ‘অবিরাম পরিশ্রম’-কেও তিনি প্রশংসা করেছেন।

তবে শেহবাজের সতর্ক বার্তা—এখনও অনেক পথ বাকি। স্থিতিশীলতা থেকে টেকসই উন্নয়নের দিকে যেতে আরও বড় সংস্কার প্রয়োজন।