/anm-bengali/media/media_files/2025/11/03/hindu-woman-2025-11-03-20-58-35.png)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানে অপহরণ, জোর করে ইসলাম ধর্মে দীক্ষা, বিয়ে— তিন ভয়াবহ মাসের পর অবশেষে মায়ের কোলে ফিরল হিন্দু কিশোরী সুনীতা কুমারী মহারাজ। সিন্ধ প্রদেশের উমরকোট আদালতের নির্দেশে শনিবার পরিবারের সঙ্গে পুনর্মিলন হয় ১৩ বছরের সুনীতার। পাকিস্তানের হিন্দু সমাজের নেতারা বলছেন, ভাগ্য খুব কম মেয়েরই এতটা সুপ্রসন্ন হয়— বেশিরভাগই আর বাড়ি ফিরতে পারে না।
উমরকোটের হিন্দু অধিকার কর্মী শিবা কাচ্চি জানিয়েছেন, মীরপুরখাস জেলার কুনরি থেকে মাস তিনেক আগে অপহরণ করা হয়েছিল সুনীতাকে। পরে জোর করে ধর্মান্তর ও অনেক বয়স্ক এক মুসলিম পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়। মেয়ে নিখোঁজ হওয়ার পর সুনীতার বাবা-মা মামলা করলে পুলিশ শেষমেশ তাকে খুঁজে পায়। আদালতে সুনীতা স্পষ্ট জানিয়েছিল— তাকে অপহরণ করে ধর্মান্তর ও বিয়েতে বাধ্য করা হয়েছে। কিন্তু অনেক শুনানির পর তাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। অবশেষে আদালত পরিবারকে ফিরিয়ে দিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/03/pakistan-protest-2025-11-03-21-00-34.png)
মানবাধিকার আইনজীবী চন্দর কোলি বলেন, “এটা একক কোনও ঘটনা নয়। সিন্ধজুড়ে হিন্দু কন্যাদের অপহরণ, জোর করে ধর্মান্তর ও বিয়ে এখন ভয়াবহ আতঙ্ক। বেশিরভাগ পরিবার দরিদ্র, মামলা লড়ার ক্ষমতা নেই। অপরাধীরা ভুয়ো কাগজ দেখিয়ে বলে মেয়েরা স্বেচ্ছায় ধর্ম বদলেছে ও বিয়ে করেছে। এ এক নীরব সন্ত্রাস।”
সিন্ধের হিন্দু সমাজ বলছে, সুনীতার ফিরে পাওয়া এক বিরল জয়— কিন্তু প্রতিদিন এখনও কত সুনীতা অন্ধকারেই হারিয়ে যাচ্ছে, তার কোনও হিসেব নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us