প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিককে ‘চোখ মারলেন’! পাকিস্তানি জেনারেলকে ঘিরে তুমুল বিতর্ক

পাকিস্তানি জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর ভিডিও ঘিরে বিতর্ক। প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিককে চোখ টেপায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। ইমরান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন তিনি।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan general

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, একটি প্রেস কনফারেন্স চলাকালীন তিনি এক মহিলা সাংবাদিককে চোখ টিপছেন।

ভিডিওতে দেখা যায়, সাংবাদিক আবসা কোমল তাঁকে জিজ্ঞাসা করছেন, ইমরান খানের বিরুদ্ধে তাঁর অভিযোগ—‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’, ‘রাষ্ট্রবিরোধী’, ‘দিল্লির হাতের ক্রীড়া’—এই সব দাবি আসলে কতটা নতুন এবং ভবিষ্যতে কিছু পরিবর্তন আশা করা যায় কি না।

জবাবে চৌধুরী বলেন, “চতুর্থ পয়েন্টটা যোগ করুন—উনি একটা জেহনি মরিज़ (মানসিক রোগী)!” বলেই হাসতে হাসতে সাংবাদিককে চোখ টিপে দেন। ভিডিওর সত্যতা ভারতীয় সংবাদমাধ্যম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। একজন লিখেছেন, “এ মানুষটা পেশাদার সেনা অফিসার নন।” আরেকজনের মন্তব্য, “ইউনিফর্ম পরে জনসমক্ষে এভাবে উইঙ্ক? পাকিস্তান আর্মির প্রকৃত চেহারা।” আরও একজন বলেন, “এ যদি জেনারেল হন, তাহলে দেশ এমন অবস্থায় কেন—বোঝাই যাচ্ছে।”

সাম্প্রতিক মাসগুলিতে জেনারেল চৌধুরী প্রায়ই সংবাদমাধ্যমে ভারত-বিরোধী মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন। মে মাসে ভারত-পাকিস্তানের ‘মিনি যুদ্ধ’-এর সময়েও তিনি বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনায় ছিলেন।