/anm-bengali/media/media_files/PIaLmOYSwpqYCZa9Bbxp.jpg)
নিজস্ব সংবাদদাতা: কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে নতুন রাজনৈতিক উত্তেজনা! তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) আনুষ্ঠানিকভাবে চালু করল ‘ফ্রি ইমরান খান মুভমেন্ট’। লাহোর থেকে এই আন্দোলনের সূচনা হলেও আগামী ৫ আগস্ট দেশজুড়ে গণপ্রতিবাদের ডাক দিয়েছে দলটি।
PTI-এর মুখপাত্রের অভিযোগ, এই আন্দোলন ঠেকাতে পাঞ্জাব প্রদেশে পুলিশ ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। ইতিমধ্যেই লাহোরে বিভিন্ন জায়গা থেকে অন্তত ২০ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যাঁরা দলের শীর্ষ নেতৃত্বকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/mJXG758FExKyv5tqciwp.webp)
যদিও পাঞ্জাব পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তবে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (PTI) একটি সূত্র স্বীকার করেছে, বিগত কয়েকদিনে লাহোর ও অন্যান্য শহর থেকে অন্তত ২০ জন PTI কর্মীকে আটক করা হয়েছে।
ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। বর্তমানে তিনি কারাগারে বন্দি, আর তাঁর দল দাবি করছে—এই বন্দিত্ব রাজনৈতিক ষড়যন্ত্র। "ফ্রি ইমরান খান মুভমেন্ট" আসলে সেই প্রতিবাদেরই প্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আন্দোলন পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us