শিশুদের কান্নায় ভারী বর্ষা! পাকিস্তানে বর্ষা নামতেই ২০০’র বেশি মৃত্যু, অর্ধেকই শিশু!

পাকিস্তানে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan flood

নিজস্ব সংবাদদাতা: জুনের শেষ দিক থেকে শুরু হওয়া বর্ষায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় ১০০ জনই শিশু — এমনই হৃদয়বিদারক তথ্য জানিয়েছে পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA)।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পাঞ্জাব প্রদেশে — সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। এরপর খাইবার পাখতুনখাওয়ায় ৪০ জন, সিন্ধে ২১ জন, বেলুচিস্তানে ১৬ জন, এবং ইসলামাবাদ ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে একজন করে মৃত্যুর খবর মিলেছে।

flash flood a

সব থেকে বেশি মৃত্যু বাড়ি ধসে হয়েছে।  বাড়ি ধসে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হঠাৎ বন্যা, ডুবে যাওয়া, বজ্রপাতে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট এবং ভূমিধসের ঘটনাও প্রাণহানির অন্যতম কারণ। আহত হয়েছেন অন্তত ৫৬০ জন, যার মধ্যে ১৮২ জন শিশু রয়েছে।

এই নজিরবিহীন দুর্যোগে পাকিস্তান জুড়ে তৈরি হয়েছে শোকের ছায়া, বিশেষ করে যেসব শিশু ও পরিবার নিখোঁজ বা আহত, তাদের জন্য উদ্বেগ ও আতঙ্ক আরও বেড়ে গেছে।