পহেলগাঁওয়ে হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে ‘বেপরোয়া শত্রুতা’র অভিযোগ! আজারবাইজান সামিটে ঘৃণা ছড়ানোর চেষ্টা পাকিস্তানের?

পহেলগাঁওয়ে হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পাকিস্তানের।

author-image
Tamalika Chakraborty
New Update
shahbaz

নিজস্ব সংবাদদাতা: আজারবাইজানে অনুষ্ঠিত ইকনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ECO) সামিটে দাঁড়িয়ে ফের ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর অভিযোগ, কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলাকে ভারত ব্যবহার করছে পাকিস্তানের বিরুদ্ধে "উস্কানিমূলক ও বেপরোয়া শত্রুতা" ছড়াতে এবং গোটা অঞ্চলের শান্তি বিঘ্নিত করতে।

পাহেলগামে গত ২২ এপ্রিলের ঘটনায় ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছিলেন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবার শাখা 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (TRF) এই হামলার দায় স্বীকার করে। এটাই ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে কাশ্মীরে অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা।

এই প্রেক্ষিতে শাহবাজ শরিফ বলেন, “জম্মু ও কাশ্মীরে দুঃখজনক ঘটনার পর ভারতের তরফ থেকে পাকিস্তানের উপর অযৌক্তিক ও উগ্র শত্রুতা চালানো হয়েছে। এ এক স্পষ্ট চক্রান্ত, যাতে গোটা দক্ষিণ এশিয়ার শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করা যায়।”

pahalgam

শুধু ভারত নয়, গাজা এবং ইরানে নিরীহ মানুষের উপর আক্রমণের ঘটনাকেও ‘অমানবিক’ বলে ব্যাখ্যা করেন তিনি। যদিও এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি ইজরায়েলের নাম নেননি, তবে আন্তর্জাতিক মহলের মতে, এটা ইজরায়েল-বিরোধী এক প্রচ্ছন্ন কটাক্ষ।

এছাড়াও, শরিফ আবারও কাশ্মীর ইস্যু উত্থাপন করে ভারতের বিরুদ্ধে ‘নিরীহ মানুষের উপর বর্বরোচিত হামলা’র অভিযোগ আনেন এবং আন্তর্জাতিক মহলকে এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানান।

ভারতের তরফে এখনও পর্যন্ত এই মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি, তবে কূটনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।