কাশ্মীর নিয়ে পাক সেনাপ্রধানের বিস্ফোরক মন্তব্য! খোলাখুলি জঙ্গিদের 'বীর' বললেন আসিম মুনির!

অপারেশন সিঁদুরে নিহত জঙ্গিদের বীর আখ্যা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan army chief  a

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ফের কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন। করাচির পাকিস্তান নেভাল অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রকাশ্যে সন্ত্রাসবাদের প্রশংসা করেন এবং কাশ্মীরে নিহত জঙ্গিদের 'বীর' আখ্যা দেন। ভারত-বিরোধী প্রচারের ধারাবাহিকতায়, মুনির ফের জানিয়ে দেন যে, কাশ্মীরে চলমান ‘সশস্ত্র আন্দোলন’কে পাকিস্তান বৈধ সংগ্রাম হিসেবে দেখে, এবং এই তথাকথিত ‘সংগ্রামে’ তাদের সমর্থন অব্যাহত থাকবে।

PAKISTAN ARMY CHIEF

বক্তব্যে ভারতের বিরুদ্ধে চরম অভিযোগ তুলে মুনির বলেন, “ভারতের আগ্রাসন ও উসকানিমূলক পদক্ষেপই এই অঞ্চলের শান্তিকে বারবার বিঘ্নিত করছে।” তবে পাকিস্তান নিজেকে ‘নেট রিজিওনাল স্ট্যাবিলাইজার’ বা আঞ্চলিক স্থিতিশীলতার রক্ষক বলেও দাবি করেছে।

জেনারেল মুনিরের কথায়, “ভারতের নানা ধরনের উসকানি ও সামরিক আগ্রাসনের মুখে পাকিস্তান বরাবরই সংযম ও পরিপক্বতা দেখিয়েছে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।”