নতুন করে কাশ্মীরে উত্তেজনা বাড়ানো চেষ্টা পাকিস্তানের! শ্রীনগরের কাছে ফের সক্রিয় হচ্ছে পাক বায়ুসেনার ঘাঁটি

শ্রীনগরের কাছে নতুন করে সক্রিয় হচ্ছে পাকিস্তানের বায়ুসেনার ঘাঁটি।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan air force


নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে পাকিস্তান বায়ুসেনার দুটি ঘাঁটি— কোটলি ও রাওয়ালকোট। এই দুটি ঘাঁটি অবস্থিত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK), কাশ্মীরের শ্রীনগর থেকে মাত্র ১০০ কিমি দূরে। সম্প্রতি ঘাঁটি দুটির গেট খুলতে দেখা গেছে, যা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগজনক বিষয় বলে মনে করছে প্রতিরক্ষা মহল। ইতিমধ্যেই এই বিষয়ে নজরদারি চালাচ্ছে দিল্লি।

pakistan air force 2

এই ঘটনার কয়েকদিন আগেই পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের বোলান অঞ্চলে ১৫৫ জন যাত্রী এবং পাক সেনা বহনকারী একটি ট্রেন হাইজ্যাক করে বালোচ লিবারেশন আর্মি। পরে সেনা অভিযান চালিয়ে ট্রেনটি মুক্ত করা গেলেও, ঘটনায় প্রাণ হারান অন্তত ৬০ জন। পাকিস্তান এই ঘটনার জন্য ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে— দাবি করে, ভারত বালোচ বিদ্রোহীদের অস্ত্র ও সাহায্য দিচ্ছে।

তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযোগ সাফ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “বালোচ বিদ্রোহীদের প্রতি আমাদের কোনও সমর্থন নেই। বালোচিস্তানের মানুষ নিজেরাই পাকিস্তানের প্রতি বীতশ্রদ্ধ। আমরা তাতে কিছুই করতে পারি না।”