/anm-bengali/media/media_files/2025/09/22/pakistan-blast-2025-09-22-19-08-29.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার খাইবারের খাইবার চকে বসে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে তিরাহ উপত্যকায় নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে যেসব নারী আছেন, তাঁদের দাফন সম্পন্ন হবে। তবে পুরুষ ও শিশুদের মরদেহ কর্পস কমান্ডার হাউসের সামনে রেখে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে আকাখেল উপজাতি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/21/tamil-nadu-blast-2025-07-21-19-00-35.jpg)
পাকিস্তানি সেনাবাহিনী দাবি করছে, তারা সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে। রবিবার রাত প্রায় ২টার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান তিরাহ ভ্যালির মাতরে দারা গ্রামে টানা আটটি এলএস-৬ বোমা ফেললে গ্রামটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটে।
সরকারি দাবি সন্ত্রাসবিরোধী অভিযান হলেও নিহতদের মধ্যে অধিকাংশই সাধারণ গ্রামবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে খাইবার পাখতুনখোয়া জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, নিরীহ মানুষ মারা গেলে সন্ত্রাসবিরোধী অভিযানের নাম নিয়ে তা কোনোভাবেই ন্যায্যতা পায় না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us