অপারেশ সিঁদুরের পরেই বাঙ্কারে লুকিয়েছিলেন পাক সেনাপ্রধান, বিদেশে পালিয়েছে পরিবার, সামনে চাঞ্চল্যকর তথ্য

অপারেশন সিঁদুরের পরেই বাঙ্কারে লুকিয়েছেন পাক সেনাপ্রধান।

author-image
Tamalika Chakraborty
New Update
PAK ARMY CHIEF

নিজস্ব সংবাদদাতা: ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বড় প্রশ্ন উঠে এসেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অবস্থান নিয়ে। ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই দু’দেশের সম্পর্ক চরমে ওঠে। ওই হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ হিন্দু পর্যটক। এরই জবাবে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’— যার অংশ হিসাবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে নিশানা করে হামলা চালায় ভারতীয় বাহিনী।

সূত্রের দাবি, ওই হামলার সময় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নিজের প্রাণ বাঁচাতে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা একটি নিরাপত্তাবেষ্টিত বাঙ্কারে লুকিয়ে ছিলেন। পরে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য একটি নিরাপদ স্থানে। এখনও পর্যন্ত তিনি তাঁর রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে (GHQ) ফিরে যাননি।
ASIM MALIK

আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে—সূত্রের দাবি, জেনারেল মুনিরের পরিবার ইতিমধ্যেই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে পাকিস্তান ছেড়েছে। ভারতের তরফে দাবি করা হয়েছে, পহেলগাঁওয়ে  হামলার পেছনে ছিল পাকিস্তান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলি। সেই কারণেই ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে কড়া জবাব দিয়েছে। এই পরিস্থিতিতে জেনারেল আসিম মুনিরের গায়েব হয়ে যাওয়ায় পাকিস্তানের সামরিক নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।