ইরানের ৪০০ কেজি ইউরেনিয়াম উধাও! চাঞ্চল্যকর স্বীকারোক্তি হোয়াইট হাউসে!

হোয়াইট হাউস জানিয়েছে, ইরান থেকে ৪০০ কেজি ইউরেনিয়াম গায়েব।

author-image
Tamalika Chakraborty
New Update
Israel


নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পরমাণু স্থাপনায় তীব্র বিমান হামলার পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নেন— ইরানের ৪০০ কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন।

ভ্যান্স বলেন, “আমি নিশ্চিত না এটা এখন কোথায় আছে।” তিনি আরও জানান, হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচি যে বড়সড় ধাক্কা খেয়েছে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। এমনকি তিনি এটাও বলেন, “অনেক জায়গা হয়ত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত।”

Israel

 একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান ৮৮০ পাউন্ড বা প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম ৬০ শতাংশ মাত্রায় পরিশোধিত করেছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার নিচে। এই বিপজ্জনক মাত্রার ইউরেনিয়াম মূলত ইসফাহান পারমাণবিক কেন্দ্রে মজুত ছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, এত পরিমাণে পরিশোধিত ইউরেনিয়াম কোথায় গেল, সেই প্রশ্ন এখন আন্তর্জাতিক নিরাপত্তার দিক থেকে ভয়ঙ্কর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ পরমাণু যুদ্ধাস্ত্র তৈরির অন্যতম উপাদান হিসেবে এতটা সমৃদ্ধ ইউরেনিয়াম বড়সড় বিপদের আশঙ্কা তৈরি করতে পারে।