/anm-bengali/media/media_files/2025/08/19/oracle-2025-08-19-20-51-35.jpg)
নিজস্ব সংবাদদাতা: ওরাকল, বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার কোম্পানি, হঠাৎ করেই ভারতে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। জানা গেছে, দেশের প্রায় ১০ শতাংশ কর্মী একসঙ্গে চাকরি হারিয়েছেন। এই পদক্ষেপটি এসেছে এমন সময়ে, যখন ওরাকল একদিকে ওপেনএআই-এর সঙ্গে বড় একটি চুক্তি করেছে এবং অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে। ফলে চাকরি ছাঁটাইয়ের আসল কারণ নিয়ে বড়সড় জল্পনা তৈরি হয়েছে।
ভারত বরাবরই ওরাকলের অন্যতম বড় ঘাঁটি। শুধু গত বছরই এখানে প্রায় ২৮,৮২৪ কর্মী কাজ করছিলেন বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, মুম্বই, পুনে, নয়ডা আর কলকাতার মতো বড় শহরগুলোতে। কিন্তু হঠাৎ করেই একের পর এক সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড সার্ভিস আর কাস্টমার সাপোর্ট বিভাগে কাজ করা কর্মীদের ছাঁটাই করা হয়। অনেকেই আগাম কোনো সতর্কবার্তা পাননি, ফলে চাকরি হারানোর পর ক্ষতিপূরণ বা ভবিষ্যতের সুযোগ নিয়ে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অরাকল অবশ্য এটিকে “কোম্পানির পুনর্গঠন” বলে দাবি করছে, তবে এত বড়সড় ছাঁটাই নিয়ে উদ্বেগ বাড়ছেই।
সবচেয়ে বিতর্কিত বিষয় হলো এর সময়কাল। ছাঁটাই ঘোষণার মাত্র কয়েক দিন আগে ওরাকলের সিইও ল্যারি উইলসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দেশীয় নিয়োগ, তথ্য নিরাপত্তা এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব। এর অল্প সময়ের মধ্যেই ওপেনএআই-এর সঙ্গে অরাকলের ঐতিহাসিক চুক্তি ঘোষণা করা হয়, যেখানে বিশাল পরিমাণ এআই ডেটা প্রক্রিয়াকরণের দায়িত্ব নেবে ওরাকলের অবকাঠামো। ফলে প্রযুক্তি মহলের অনেকের ধারণা, কোম্পানি ইচ্ছে করেই তাদের সম্পদ ও জনবল মার্কিন বাজারে সরিয়ে নিচ্ছে, ট্রাম্পের দেশীয় কর্মসংস্থান নীতি আর ভিসা নির্ভরতা কমানোর পরিকল্পনার সঙ্গে তাল মেলাতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us