মস্কোয় ড্রোন হামলার জেরে মাঝ আকাশে ‘বন্দি’ ভারতীয় প্রতিনিধিদের বিমান! প্রাণহানির শঙ্কায় আতঙ্কে দেশ

মস্কো বিমান বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা। মাঝ আকাশে অপেক্ষা করতে অপারেশন সিঁদুরের প্রতিনিধি দলকে।

author-image
Tamalika Chakraborty
New Update
kanimojhi in russia

নিজস্ব সংবাদদাতা: ড্রোন হামলার জেরে মস্কোর ডোমোডেদোভো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় মাঝ আকাশে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হল ভারতের সাংসদ কানিমোঝি ও তাঁর নেতৃত্বাধীন অপারেশন সিঁদুরের প্রতিনিধি দলকে।

ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ একাধিক প্রতিনিধিকে নিয়ে যে বিমানটি মস্কোর উদ্দেশ্যে যাচ্ছিল, তা বৃহস্পতিবার রাশিয়ার বিমানবন্দরে নামার অনুমতি না পেয়ে বারবার আকাশে চক্কর কাটে।

moscow airport

প্রাথমিকভাবে জানা গেছে, এই হামলার পিছনে ইউক্রেনের হাত রয়েছে। ড্রোন হামলার পর মস্কোর বিমানবন্দরে ঘন্টাখানেক বন্ধ ছিল সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক উড়ান পরিষেবা। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত বিমানটি নিরাপত্তার কারণে আকাশেই ঘুরতে থাকে। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে বিমানটি অবতরণ করে।

এই ঘটনায় শুধু আতঙ্ক ছড়ায়নি, প্রশ্ন উঠেছে বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে বিদেশ সফররত ভারতীয় প্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে সরকার কতটা প্রস্তুত? মস্কো সফরে গিয়ে ড্রোন আতঙ্কে পড়া ভারতীয় সাংসদের ঘটনাটি আন্তর্জাতিক কূটনৈতিক নিরাপত্তার ক্ষেত্রেও এক বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।