/anm-bengali/media/media_files/2025/10/22/israel-leader-2025-10-22-07-49-05.png)
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ এক বছর পর মিলল এক হৃদয়বিদারক খবর। হামাসের হাতে অপহৃত ইজরায়েলের সবচেয়ে প্রবীণ বন্দি আরিয়ে জালমানোভিচের দেহাবশেষ ফেরত দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনটি। মঙ্গলবার ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর হাতে তুলে দেওয়া হয় দুই নিহত বন্দির দেহাবশেষ— আরিয়ে জালমানোভিচ এবং তামির আদারের।
আইডিএফ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় দক্ষিণ ইজরায়েলের কিবুতজ নির ওজ এলাকায় নিজ বাড়ি থেকে অপহৃত হন ৮৫ বছরের জালমানোভিচ। পরবর্তীতে ২০২৩ সালের ১৭ নভেম্বর বন্দিদশায়ই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।
আরিয়ে জালমানোভিচ ছিলেন হামাসের হাতে আটক সবচেয়ে প্রবীণ ব্যক্তি। ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’-এর বিবৃতিতে তাঁকে বর্ণনা করা হয়েছে— “তিনি ছিলেন এক কঠোর, নিরহংকার ও আত্মনির্ভর মানুষ, যিনি নিজের জন্য কিছুই দাবি করেননি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/31/hamas-leader-2025-08-31-22-11-06.jpg)
নির ওজ কিবুতজের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। কমিউনিটির সদস্যরা জানিয়েছেন, জালমানোভিচ ছিলেন এই কিবুতজের অন্যতম প্রতিষ্ঠাতা। সমাজ গঠনের প্রতি তাঁর অবদান ছিল অমূল্য।
এই ঘটনা ফের নাড়িয়ে দিয়েছে ইজরায়েলকে। এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ ও বন্দি ফেরানোর প্রচেষ্টার মধ্যেই সবচেয়ে প্রবীণ বন্দির মৃত্যুর খবর গোটা দেশকে কাঁদিয়ে তুলেছে।
বিশ্লেষকদের মতে, জালমানোভিচের মৃত্যু শুধু এক ব্যক্তির নয়, বরং যুদ্ধের নিষ্ঠুরতার এক ভয়াবহ প্রতীক হয়ে উঠেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us