/anm-bengali/media/media_files/2025/07/21/iran-foreign-minister-2025-07-21-19-51-42.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইরান ফের বিশ্বরাজনীতির কেন্দ্রবিন্দুতে। সোমবার এক চাঞ্চল্যকর ঘোষণায় ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানালেন, তেহরানে মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। মূল আলোচ্য বিষয় — ইরানের পরমাণু কর্মসূচি ও রাষ্ট্রপুঞ্জের ‘স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা’ ব্যবস্থার ভবিষ্যৎ।
বাঘাই জানিয়েছেন, ইরান তার পরমাণু সংক্রান্ত কূটনৈতিক তৎপরতা ফের জোরদার করতে চলেছে। এর আগে তিনি বলেন, শুক্রবার তুরস্কের ইস্তানবুলে ইউরোপের তিন গুরুত্বপূর্ণ দেশ — ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বসতে চলেছে ইরান। এই বৈঠক হবে উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/UuUovSXRmKJ1T4sF1f9G.jpg)
ইউরোপীয় তিন দেশ ইরানকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে, যদি আলোচনায় অগ্রগতি না হয়, তাহলে ফের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা হতে পারে। ফলে, এই দুই বৈঠক আন্তর্জাতিক কূটনীতির দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি শুধু ইরান নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্য এবং বিশ্বশান্তির উপর বড় প্রভাব ফেলতে পারে। এমনকি নতুন করে মার্কিন-ইরান সংঘাতের জটিলতা বাড়ার আশঙ্কাও অগ্রাহ্য করা যাচ্ছে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/07/xi-jinping-a-2025-07-07-00-05-05.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us