নিজস্ব সংবাদদাতা: রবিবার সকাল থেকে ইজরায়েলের ওপর হামলা চালায় ইরান। সেই সময় ইজরায়েলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জর্ডান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইজরায়েলকে জর্ডান সাহায্য করছে কি না, সেই দিকে নজর রাখা হচ্ছে। ইজরায়েলকে সাহায্য করলে ইরানের পরবর্তী নিশানা জর্ডান হতে পারে। এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, জর্ডানের আকাশ প্রতিরক্ষা বাহিনী তার আকাশসীমা লঙ্ঘন করে এমন যে কোনো ইরানি ড্রোন বা বিমানকে বাধা দিতে ও গুলি করে নামাতে প্রস্তুত রয়েছে।
/anm-bengali/media/media_files/tMykLF9ToSwlgMue5Srl.JPG)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)