/anm-bengali/media/media_files/2025/05/08/1000200800-266386.jpg)
নিজস্ব সংবাদদাতা: মাদ্রিদ থেকে নিউইয়র্কগামী একটি ডেল্টা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান মাঝআটলান্টিকে ইঞ্জিনে ভয়াবহ ত্রুটি দেখা দেওয়ায় বাধ্য হয়ে জরুরি অবতরণ করে, যার ফলে যাত্রীরা প্রায় ৩১ ঘণ্টা দেরিতে পৌঁছায়।
ফ্লাইট নম্বর ১২৭—একটি এয়ারবাস A330, যেটিতে ২৮২ জন যাত্রী ও ১৩ জন ক্রু সদস্য ছিলেন—রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে যাত্রা শুরু করেছিল যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। কিন্তু পথেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সেটি বিপদজনকভাবে ঘুরিয়ে আনা হয় আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত আজোর দ্বীপপুঞ্জের লাজেস বিমানবন্দরে (TER)।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/08/1000200799-896838.jpg)
ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপদে অবতরণ করানো হয়েছে। এরপর সোমবার রাতে একটি বিকল্প বিমানে যাত্রীদের নিয়ে পুনরায় যাত্রা শুরু হয়। নতুন ফ্লাইটটি রাত ৯টা ৭ মিনিটে (GMT) আজোর দ্বীপ থেকে উড়ে নিউইয়র্কে রাত ১০টা ৩৬ মিনিটে (ET) অবতরণ করে।
ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, দ্বিতীয়বারের ওই যাত্রাটি ছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট দীর্ঘ। আর এই দেরিতে শেষ হয় মূল ফ্লাইটের নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ৩১ ঘণ্টা ৩০ মিনিট পরে—যার নির্ধারিত সময় ছিল রবিবার বিকেল ৩টার কিছু আগে JFK-তে পৌঁছানো।
ডেল্টা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীদের অসুবিধা ও দীর্ঘ বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us