নেতানিয়াহুর মন্তব্য বিপজ্জনক, ফিলিস্তিন রাষ্ট্রদূতের সতর্কবার্তা

নেতানিয়াহুর মন্তব্য বিপজ্জনক বলে মন্তব্য করলেন ফিলিস্তিন রাষ্ট্রদূত।

author-image
Tamalika Chakraborty
New Update
Benjamin Netanyahu

নিজস্ব সংবাদদাতা: ভারতে ফিলিস্তিন রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ বলেছেন, ফিলিস্তিন সমস্যা সমাধান করতে হলে তা অবশ্যই “যুক্তিসঙ্গত দৃষ্টিকোণ” থেকে করতে হবে। রবিবার জাতীয় প্রতিবন্ধী অধিকার প্ল্যাটফর্ম দ্বারা আয়োজিত এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত শাওয়েশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ অধিবেশনে করা সাম্প্রতিক মন্তব্যকেও “বিপজ্জনক” বলে উল্লেখ করেন। নেতানিয়াহু সেখানে বলেছিলেন, ইসরায়েলকে গাজায় “কাজ শেষ করতে হবে।” শাওয়েশের মন্তব্যে বলা হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে ব্যবহৃত ভাষা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ক্ষেত্রে উদ্বেগের কারণ।

Israel PM aaa

আলোচনায় শাওয়েশ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর অবস্থানকেও তুলে ধরেন। তিনি বলেন, “যে কেউ ফিলিস্তিন সমস্যার সমাধান করতে চায়, তাকে যুক্তিসঙ্গত দৃষ্টিকোণ থেকে এগোতে হবে। ২৪ অক্টোবর ২০২৩ তারিখে গুতেরেস এ ধরনের বক্তব্য দিয়েছিলেন, হামাসের আক্রমণ নিন্দা ও সমালোচনা করে। তিনি সহিংসতা নিন্দা করেছেন এবং সমস্যার যৌক্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন।”

রাষ্ট্রদূতের এই মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ে ফিলিস্তিন সমস্যা নিয়ে যুক্তিসঙ্গত ও শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরে।