/anm-bengali/media/media_files/2025/09/09/nepal-protesta-2025-09-09-20-33-05.jpg)
নিজস্ব সংবাদদাতা: নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে জেন জেড তরুণদের বিক্ষোভ আরও ভয়াবহ আকার নিয়েছে। রাজধানী কাঠমান্ডু ও আশপাশের এলাকায় রাস্তায় নেমে আসা ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এবার তিন পুলিশ কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাঠমান্ডুর কোটেশ্বর এলাকায় দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্য প্রথমে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু তাতেও রক্ষা মেলেনি। প্রথমে বিক্ষোভকারীরা পুলিশ অফিসে আগুন ধরিয়ে দেয়, তারপর ওই কর্মকর্তাদের টেনে এনে রাস্তায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
চোখের সামনে ঘটে যাওয়া এই দৃশ্য প্রত্যক্ষ করেছে অনেক সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন কর্মকর্তাই হাত তুলে আত্মসমর্পণ করেছিলেন, অস্ত্র ফেলে দিয়েছিলেন, কিন্তু তবুও রেহাই পাননি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/09/nepal-protest-2025-09-09-19-57-39.jpg)
নেপাল পুলিশ সদর দপ্তর (নাক্সাল, কাঠমান্ডু) এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘বর্বরোচিত ঘটনা’ বলে আখ্যা দিয়েছে এবং বলেছে যে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটছে।
এদিকে ক্ষুব্ধ জনতা পুলিশের সদর দপ্তরেও হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি সামলাতে গুলি চালাতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী।
যদিও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তবুও বিক্ষোভ থামার কোনো লক্ষণ নেই। তরুণদের ক্ষোভ, রক্তপাত আর আগুনে নেপাল এখন এক অস্থির ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us