নেপালের তরুণ নেতা আবেগে ভেঙে পড়লেন, সংবাদকর্মীদের সামনে কাঁদলেন

সাংবাদিকদের সামনে হাউ হাউ করে কাঁদলেন নেপালের Gen Z নেতা

author-image
Tamalika Chakraborty
New Update
gen z leader


নিজস্ব সংবাদদাতা: নেপালের জেন জেড আন্দোলনের অন্যতম মুখ সুদান গুরুঙ বৃহস্পতিবার কাঠমান্ডুতে সংবাদ সম্মেলনে চোখে জল ধরে রাখতে পারেননি।

hami nepal chief

সুদান গুরুঙ প্রেসকে জানান, দেশের পরিস্থিতি এবং সাধারণ মানুষের উচ্চ প্রত্যাশা সামলানো তাঁর জন্য অত্যন্ত চাপের। কথার মাঝেই তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং কণ্ঠ কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলনের মাঝেই তিনি কাঁদতে শুরু করেন এবং আবেগপ্রবণ হয়ে বক্তব্য রাখেন।