নেপালে অলি সরকারের পতন! অর্থমন্ত্রীকে রাস্তায় তাড়া করে মারল ক্ষুব্ধ জনতা

নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় তাড়া করে মারল বিক্ষুব্ধ জনতা।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal finance minister

নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণ ও দুর্নীতির বিরুদ্ধে জেন জেড তরুণদের  আন্দোলনে নেপালে কেপি শর্মা অলির সরকার ভেঙে পড়ল। মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা রাস্তায় তাড়া করছে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিলেন, কিন্তু প্রায় দু’ডজন বিক্ষুব্ধ তরুণ তাকে ধরে ফেলে। কেউ তাকে লাথি মারে, কেউ ঘুষি মারতে থাকে।

এর আগেই ভয়ঙ্কর ঘটনা ঘটে—ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে জাতির উদ্দেশ্য়ে ভাষণে অলি পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন—
“আজ থেকে আমি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালাম। দেশের রাজনৈতিক সংকট ও সমস্যা সমাধানের জন্য এটি প্রয়োজন।”

অলির সঙ্গে তাঁর মন্ত্রিসভার আরও অন্তত চারজন মন্ত্রীও পদত্যাগ করেছেন।

nepal protesta

তবে সরকারের পতনেও বিক্ষোভের আগুন ঠান্ডা হয়নি। সোমবার থেকেই হাজার হাজার তরুণ-তরুণী রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে সোশ্যাল মিডিয়া ব্যান ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। দেশজুড়ে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত এবং ৩০০-র বেশি আহত।

এদিকে, পুলিশের সদর দপ্তর নাক্সাল থেকে জানানো হয়েছে যে রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। কোটেশ্বর এলাকায় তিন পুলিশ কর্মকর্তা আত্মসমর্পণ করার পরও বিক্ষোভকারীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনাকে ‘বর্বরোচিত হত্যা’ বলে বর্ণনা করেছে।

ফলে স্পষ্ট, সরকারের পতন হলেও নেপালের রাস্তায় এখনো অশান্তি, আতঙ্ক আর রক্তক্ষয়ী সংঘাত থামেনি।